ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

স্কুলের পিকনিক বাস উল্টে নিহত-৪

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭ , ০৯:০০ এএম


loading/img

যশোরের চৌগাছায় স্কুলের পিকনিক বাস উল্টে ২ শিক্ষার্থীসহ ৪জন মারা গেছেন। আহত হয়েছে আরো ২৬ জন। জানালেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌগাছা বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম, ছাত্রী সুমাইয়া ও সাথী এবং বাসের সহকারি মিলন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২টি বাসে করে দিনাজপুরের স্বপ্নপুরিতে পিকনিকে যাচ্ছিলেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। গাড়ি ছেড়ে যাওয়ার কিছু সময়পর রাত সাড়ে ৯টার দিকে খরিঞ্চা দানবাক্স এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটে। বাসে ৫জন শিক্ষক এবং ৫১ জন ছাত্রী ছিলেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার আওরঙ্গজেব বলেন,  দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। এখানে আনার পর দুই ছাত্রী মারা গেছেন।

 

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |